ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
রাজশাহীতে যাত্রীবাহী বাসে আগুন ছবি : ফাইল ফটো

রাজশাহী: মহানগরীর মতিহার থানাধীন কাপাশিয়া এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

দুর্বৃত্তদের আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বাসে থাকা হলুদ-মরিচের ৪/৫টি বস্তা পুড়ে গেছে।      

খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় দমকল বাহিনীর স্টেশন অফিসার (এসও) মাহবুব আলম বাংলানিউজকে জানান, রূপশী পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১১৪৬) নামের ওই যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাজশাহীতে বাস টার্মিনালে কিছুক্ষণ থেমে আবারও রওনা দেয়।

বাসটি মহানগরীর মতিহারের কাপাশিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি-সোটা নিয়ে গতিরোধ করে। বাসটি থামতেই গেটের দিক থেকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এর মধ্যেই যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাসটিতে ৪৮জন যাত্রী ছিল।
 
দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় সবগুলো সিট এবং ৪/৫ বস্তা হলুদ-মরিচের গুড়া মশলা পুড়ে গেছে। এছাড়া বাসের ভেতরেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দমকল বাহিনীর এ কর্মকর্তা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হননি। নাশকতাকারীদের আটকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।