ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় ককটেল, পিকেটারদের ঢিলে শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
উল্লাপাড়ায় ককটেল, পিকেটারদের ঢিলে শিশু আহত ছবি : ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে অবরোধ সমর্থনকারীরা। এ সময় পিকেটারদের ঢিলে সিএনজি চালিত অটোরিকশায় শিশু সুরাইয়া আক্তার তিন্নি (৬) আহত হয়।

তিন্নি শাহজাদপুর উপজেলার তেলকুপি গ্রামের বাবর আলীর মেয়ে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলার মোড় ও জগ্নীপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, রাত পৌন ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড়ে পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অবরোধ সমর্থনকারীরা। একই মহাসড়কের জগ্নীপুর এলাকায় ২/৩টি সিএনজি চালিত অটোরিকশায় ঢিল ছোড়ে পিকেটাররা। এ সময় মায়ের কোলে থাকা শিশু তিন্নি আহত হয়।  
উল্লাপাড়া বেঙ্গল হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান জানান, ঢিলের কারণে শিশু তিন্নির চোখের উপরে এবং মাথায় জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে নাশকতা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় উল্লাপাড়া পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফকরুল ইসলাম (৪০) আটক করেছে পুলিশ।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।