ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দুই দিনের রিমান্ডে শামসুজ্জামান দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
দুই দিনের রিমান্ডে শামসুজ্জামান দুদু খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু

ঢাকা: মিরপুর থানার একটি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।



এর আগে সকালে দুদুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে মিরপুর থানার ওই মামলায় সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মিরপুর থানার এসআই আসাদুজ্জামান।

গত বছরের ২৮ ডিসেম্বর মিরপুরে সরকারি-বেসরকারি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
 
রাজধানীর মিরপুর থেকে গত ১১ জানুয়ারি রাত ৯টায় দুদুকে আটক করে পুলিশ। তিনি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়।

গত ১২ জানুয়ারি থেকে মিরপুর থানার অন্য একটি মামলায় ৫ দিনের রিমান্ডে ছিলেন শামসুজ্জামান দুদু।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ