ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে জামায়াতের হরতাল, আটক ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
গাজীপুরে জামায়াতের হরতাল, আটক ২৫

গাজীপুর: আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

এদিকে  মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ২৫ জনকে আটক করেছে পুলিশ।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১২ ঘণ্টা অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় মোট ২৫ জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানান,  সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। এদিকে একই সময় টঙ্গী স্টেশনের সামনে রেললাইনের উপর আগুন দিয়ে রেলপথ অবরোধেরও চেষ্টা করে জামায়াত-শিবিরের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ