ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিকভাবেই সমস্যা সমাধানের আহ্বান ইউট্যাবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
রাজনৈতিকভাবেই সমস্যা সমাধানের আহ্বান ইউট্যাবের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা রাজনৈতিকভাবেই সমাধানের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
 
বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।


 
সংবাদ সম্মেলনে ইউট্যাবের সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার লিখিত বক্তব্যে বলেন, শান্তিপূর্ণভাবে যে কোনো দলের কর্মসূচি পালনের অধিকার থাকে। কিন্তু গত ৫ জানুয়ারি বিরোধী দলের জনসভাকে কেন্দ্র করে সরকার সব রাস্তাঘাট, যানবহন বন্ধ করে জনগণকে  ‘অবরুদ্ধ’ করে রেখেছিল।
 
তিনি বলেন, গত এক বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনার সুযোগ তৈরি না করে, সম্পূর্ণ এক দলীয় কায়দায় দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। তাই জনগণের ভোটাধিকার বর্তমান শাসকগোষ্ঠীর হাতে ‘ভূল‍ুণ্ঠিত’।
 
তিনি আরো বলেন, দেশে বর্তমানে ‘সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি’ ও রাজনৈতিক ‘দুর্বৃত্তায়ন’ চলছে। প্রতিদিন যেভাবে সাধারণ মানুষ মরছে, জনমনে যে উৎকণ্ঠা ও আতঙ্ক তৈরি হয়েছে তাতে শিক্ষক সমাজ উদ্বিগ্ন।
 
শিক্ষক সমাজ মনে করে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এবারও হবে। এজন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসতে হবে এবং একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করতে হবে।

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিক কারণেই সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।
 
সংগঠনের মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার টফি বলেন, অতীতে দেশের সংকট সমাধানে শিক্ষক সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, বর্তমান সংকট সমাধানেও সব শিক্ষকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শিক্ষক সমাজ।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. মোর্শেদ হাসান খান, ড. রফিকুল ইসলাম বাচ্চু, ড. আব্দুল আজিজ, ড. গোলাম রব্বানিসহ আরো অনেকে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ