ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা আম-ছালা দুটিই হারিয়েছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
খালেদা আম-ছালা দুটিই হারিয়েছেন ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: গত নির্বাচনে (৫ জানুয়ারি ২০১৪) অংশগ্রহণ না করে খালেদা জিয়া আম ও ছালা দুটিই হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
 
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর পূরবী সিনেমা হলের সামনে ১৪ দলের হরতাল-অবরোধবিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


 
মায়া বলেন, ২০১৯ সালের নির্বাচনেও যদি তিনি (খালেদা জিয়া) না যান, তবে আম, ছালা ও গাছ তিনটিই হারাবেন।
 
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি ধৈর্য ধরুন। সন্তান হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। আপনার এ ধরনের জনবিরোধী কর্মসূচি বাংলার মানুষ আর সহ্য করবে না।
 
সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ হবে। আপনারা দলে দলে ওই সমাবেশে যোগ দিবেন।

এছাড়া হরতাল-অবরোধে যারা জীবন দিয়েছেন, তাদের জন্য দলের পক্ষ থেকে আগামী শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে বাদ জুমা গায়েবি নামাজে জানাজার আয়োজন করা হয়েছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবো।
 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, এখন জনসভা ও জনমতকে কাছে আনা খুবই গুরুত্বপূর্ণ। গত ২১ দিন ধরে খালেদা জিয়া তার ২০ দলের নামে যে আন্দোলন করছে, তা জনগণের আন্দোলন না। কারণ, জনগণ এ আন্দোলন মানে না।
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সোনার বাংলা গড়তে শেখ হাসিনা যেসব পদক্ষেপ গ্রহণ করছেন, তা খালেদা জিয়া মানতে পারছেন না।

খালেদা জিয়ার সমালোচনা করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করেন না। তিনি নিজেকে চুরির মামলা, ছেলেকে গ্রেনেড মামলা এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আন্দোলন করছেন। তিনি মূলত মানুষ হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চান।
 
মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নির্বাচনের আগে খালেদাকে সংলাপে আহ্বান করেছিলেন। কিন্তু তিনি না এসে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু তাতে কোনো কাজ হবে না। আমাদের কোনো বিদেশি প্রভু নেই, বন্ধু আছে।   তাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
 
এদিকে, সমাবেশ চলাকালে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
 
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইলিয়াস আলী মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ