ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাতে শুক্রবার ২০ দলের দোয়া

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাতে শুক্রবার ২০ দলের দোয়া

ঢাকা: চলমান সরকার বিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মী ও সাধারণ মানুষের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুম্মার নামাজের পর দেশব্যাপী বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।



বিবৃতিতে বলা হয়, ‘চলমান আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের যে সমস্ত নেতা-কর্মীবৃন্দ পুলিশ-র‌্যাব ও যৌথ বাহিনীর হাতে নিহত হয়েছেন, গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনীর দ্বারা ক্রসফায়ারে নিহত হয়েছেন এবং নাশকতার উদ্দেশ্যে সরকারি এজেন্ট দ্বারা নিক্ষিপ্ত পেট্রোল বোমায় যে সমস্ত সাধারণ মানুষ মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ২০ দলীয় জোটের উদ্যোগে আগামী ৩০ জানুয়ারি ২০১৫ রোজ শুক্রবার দেশব্যাপী জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ