ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে শান্তি মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সুনামগঞ্জে শান্তি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: ‘সংঘাত নয়, শান্তি চাই’ স্লোগানে সুনামগঞ্জ পৌরসভা এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পৌর চত্বর থেকে পৌর মেয়র আয়ুব বখত জগলুলের নেতৃত্বে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।



এর আগে পৌর চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী নূরুল মোমেন, পৌর প্যানেল মেয়র মনির উদ্দিন, আওয়ামী লীগ নেত অ্যাডভোকেট চান মিয়া, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুজরুল ইসলাম সেফু, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী প্রমুখ।

বক্তারা রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। কোনো দল বা গোষ্ঠী শহরের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করলে আইনশৃঙ্খলাকে বাহিনী কঠোর হস্তে তা দমনের আহ্বান জানানো হয়।

গত ২৬ জানুয়ারি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এ শান্তি মিছিল ও সমাবেশের ডাক দেন পৌর মেয়র।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ