ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ২০দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
কুমিল্লায় ২০দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

কুমিল্লা: গাড়ি পোড়ানোর অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলায় বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
 
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

 
 
মামলায় ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। বাকিদের অজ্ঞাত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।   আসামিদের মধ্যে জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী অমিনুর রশিদ ইয়াছিন ও সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার নাম জানা গেছে।
 
মামলার অভিযোগে উল্লেখ, ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অভিযুক্তরা বিভিন্ন গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় তারা। অভিযুক্তরা অবরোধের নামে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ও লাঠিসোটা নিয়ে জনগণকে ভয়ভীতি দেখায় ও ত্রাস সৃষ্টি করে।  

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।   
 
 বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ