ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার নেতাদেরও জ্বালিয়ে দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
খালেদার নেতাদেরও জ্বালিয়ে দেওয়া হবে ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, আপনি অবিলম্বে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করুন। আমি শেষবারের মতো বলছি, যদি পেট্রোল বোমা মেরে আর কোনো মানুষ হত্যা করেন, আপনাদের নেতাদেরও জ্বালিয়ে দেওয়া হবে।



বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ‘খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে এক শ্রমিক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

হানিফ বলেন, আপনার (খালেদা) সন্ত্রাসী বাহিনীকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করতে বলুন। যদি বন্ধ না করেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনার নেতাদেরও জ্বালিয়ে দেবো।

একই সঙ্গে তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, আপনার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানতে গিয়েছিলেন। কারণ, প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর বেদনা। কিন্তু, তাকে আপনার আঙিনায় ঢুকতে দেননি। এটা চরম শিষ্টাচার লঙ্ঘন।

তিনি বলেন, আপনার ছেলে মারা গেছে। মানুষ জানাজায় অংশ নিয়েছেন। কোকোর স্ত্রী ও আপনার নাতনিদের খাওয়া-পড়ার কোনো অসুবিধা নেই। কিন্তু যেসব শ্রমিকরা মারা গেছেন, তাদের সেই সুযোগ নেই। তাদের মায়েদের কী অপরাধ ছিল?

অসহায় ট্রাকচালক বকুল দেবনাথকে হত্যা করা হয়েছে। এ কোন পৈশাচিক বর্বরতা!

তিনি বলেন, আপনি (খালেদা) মুসলমান। তাই, একজন মুসলমান হিসেবে আল্লাহকে ভয় করেন। আপনার জীবদ্দশাতেই এর বিচার হবে।

খালেদা জিয়াকে পাল্টা প্রশ্ন করে মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনার নেতারাও গাড়ি চালান। তাদের গাড়িতে তো আগুন দেন না!

তিনি আরো বলেন,  আপনি অবরোধের নামে দেশকে জ্বালিয়ে দিতে চান। এটা দেশের মানুষ মেনে নিতে পারে না। আপনি একাত্তুরের পরাজিত শক্তিকে নিয়ে দেশে জ্বালাও-পোড়াও করে প্রায় ৪০ জন মানুষ হত্যা করেছেন। কী অপরাধ করেছিল তারা?

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ