বগুড়া: ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের মামলায় ১১ আসামিসহ বিভিন্ন মামলায় ৩৯ জনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বাংলানিউজকে এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ত্রাস, মাদক, ভাঙচুর ও নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫।