ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শেরপুরে ৬ ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
শেরপুরে ৬ ককটেল বিস্ফোরণ প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
 
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয়।

 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরিহিত কয়েকজন যুবক চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড়ে তিনটি এবং নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
 
এদিকে, ২/৩ জন যুবক একইভাবে বাসস্ট্যান্ড এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বাংলানিউজকে জানান, তিনি এসব বিষয়ে খোঁজ নিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।