ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকাসহ ৯ জেলার হরতাল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ঢাকাসহ ৯ জেলার হরতাল শুরু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের হরতাল শুরু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।


 
এর আগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলায় হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট। তবে ওই ঘোষণায় রাজধানীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছিলো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে ২০ দলীয় জোট।

উল্লেখ্য, গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষকে হতাহত করাসহ নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। অন্যদিকে গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায়  দায়ের করা একটি মামলায় মির্জা ফখরুলকে আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

** বৃহস্পতিবার রাজধানীতেও হরতাল
** ঢাকাসহ ৯ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
 
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।