ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে অটোরিকশা ভাঙচুর, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সিরাজগঞ্জে অটোরিকশা ভাঙচুর, আটক ৫ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে  সিএনজি চালিত দু’টি অটোরিকশা ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।



এদিকে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পুলিশ সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে।

হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। জেলা শহর থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও শহরে অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা আব্দুল্লাহ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি কামাল উদ্দিনসহ জেলার আটক সব নেতাকর্মীদের মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদ ও সিরাজগঞ্জ আদালত চত্বরে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ২০ দলীয় জোট ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ হরতাল শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।