ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির ৬ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
মানিকগঞ্জে বিএনপির ৬ কর্মী আটক

মানিকগঞ্জ: বিএনপিসহ ২০দলীয় জোটের ডাকা টানা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলা থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।



আটকদের মধ্যে রয়েছে, মানিকগঞ্জ সদর উপজেলার সেলিম হোসেন (৩০), মোস্তফা কামাল (৪৭), মান্নান মিয়া (৪০), জিল্লু (৩০), সিংগাইর উপজেলার ফটিক ফকির (৪০), শওকত জাহাঙ্গীর (৪৪)

জেলা বিশেষ শাখার উপ পরির্দশক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, আটক বিএনপি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।