ঢাকা: রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন-নিপীড়ন বন্ধের দাবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতীকী গণঅনশন চলছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅনশন শুরু হয়।
অনশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতীকী গণঅনশন চলবে।
গণ অনশনে আরও উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়পার্টির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫