ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদের প্রতীকী গণঅনশন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
এরশাদের প্রতীকী গণঅনশন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন-নিপীড়ন বন্ধের দাবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতীকী গণঅনশন চলছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅনশন শুরু হয়।

এরশাদ এ গণ অনশনে যোগ দেন ১১টা ৩৫ মিনিটে।

অনশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতীকী গণঅনশন চলবে।

গণ অনশনে আরও উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়পার্টির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।