ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শিবিরের মিছিল, গাড়ি ভাঙচুর, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
গাজীপুরে শিবিরের মিছিল, গাড়ি ভাঙচুর, আটক ৬ ফাইল ফটো

গাজীপুর: হরতালের সমর্থনে গাজীপুরে ভোগড়া এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।  

এদিকে গত ১২ ঘণ্টায় গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিএনপি-জামায়াতের ৬ কর্মীকে আটক করেছে।



প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাজীপুর
মহানগরের ভোগড়া এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাংচুর করে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে শ্রীপুর সিএন্ডবি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সারা জেলা থেকে নাশকতার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সকলেই ২০দলীয় জোটের নেতাকর্মী।

এদিকে হরতালে রাস্তায় যানবাহন খুবই কম চলাচল করছে। দূরপল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও জোটের নেতা-কর্মীদেরকে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।