রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াত-শিবিরের আলাদাভাবে ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোনো নাশকতার সংবাদ পাওয়া যায়নি।
হরতালের দ্বিতীয় দিনের শুরুতে মহানগরীর যান চলাচল স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে। যথা সময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেনও। তবে হরতালের কারণে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, অবরোধ ও হরতালকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। মাঠে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত-শিবির।
চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শিবিরের সভাপতি আসাদুল্লাহ তুহিন নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫