ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কলেজ ছাত্রের হাত কেটে নেওয়ায় ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
কলেজ ছাত্রের হাত কেটে নেওয়ায় ছাত্রলীগের চার নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা): কলেজ ছাত্র শাকিলের হাত কেটে নেওয়ার ঘটনায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইয়াকিন ইয়াস‍ারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।



পুলিশ বলছে, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ‍সাধারণ সম্পাদক ইয়াকিনকে ধরতে অভিযান চলছে।

এদিকে হত্যা চেষ্টার অভিযোগ এনে শাকিলের মা শাহনাজ বেগম বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিন ইয়াসারসহ ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে ‍আসামি করা হয়েছে।

বাংলানিউজকে তিনি বলেন, দায়েরের পর থেকেই মামলা তুলে নিতে নানা প্রকার হুমকি দিচ্ছে অভিযুক্তরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, বুধবার গভীর রাত পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালানো হয়। কিন্তু ঘটনার পর ইয়াকিন গা ঢাকা দেওয়ায় তাকে ধরা যায়নি।  

তিনি বলেন, আমরা কাজী শরফুদ্দিন সাদ, সাইদুর রহমান, রাকিব, মৃদুল আহমেদ মমিন নামে ইয়াকিনের চার সহযোগীকে গ্রেপ্তার করেছি। আশা করি অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

শাকিলের মা শাহনাজ বেগম বলেন, আমার স্বামী আব্দুর রশিদ শেরপুরের নালিতাবাড়ি থানায় কর্মরত। ছেলের হাত কেটে নেয়ার ঘটনায় তিনিও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।