জয়পুরহাট: রাজশাহী বিভাগে জামায়াত-শিবিরের ডাকা হরতাল সফল করতে জয়পুরহাট ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জয়পুরহাটে ৩ জামায়াত-শিবির ও পাঁচবিবিতে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জোটের আহ্বায়ক মোজাহার আলী প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের পাঁচুর মোড়ে মিছিল-সমাবেশ করে।
আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লা পাড়া এলাকার হবিবর রহমানের ছেলে জামান (৩৮), একই উপজেলার তুলাট গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে সুলতান মাহমুদ (৩৫), জলাটুল গ্রামের আবদুর সোবহানের ছেলে আবদুল কুদ্দুস ও পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের দুলাল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নাশকতা যাতে না ঘটে সেজন্য পুলিশ সতর্কাবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫