ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে তরিকুলসহ বিএনপি নেতাদের বাড়িতে ককটেল হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
যশোরে তরিকুলসহ বিএনপি নেতাদের বাড়িতে ককটেল হামলার অভিযোগ

যশোর: যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের কয়েকজন নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে ১টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।



এর মধ্যে তরিকুল ইসলামের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি গোলাম রেজা দুলু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বাসভবন এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে এ হামলা করা হয়।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বৃহস্পতিবার সকালে অভিযোগ করেন, রাতে তরিকুল ইসলামের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এর আধাঘণ্টার ব্যবধানে অন্য নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ককটেল হামলা করা হয়। এতে ঘরের জানালার গ্লাস ভেঙে গেছে ও পর্দা পুড়ে গেছে।  

তবে নেতারা একাধিক মামলার আসামি হওয়ায় সরাসরি যোগাযোগ না করে লোক মাধ্যমে পুলিশকে বিষয়টি জানিয়েছেন বলেও জানান দেলোয়ার হোসেন খোকন।

যশোর কোতোয়ালি মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।