ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে নারী-শিশুসহ মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
যে রাজনৈতিক কর্মসূচি সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করে সে কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।
সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে রাজনৈতিক কর্মসূচির কারণে মানুষ মারা যায়, সে কর্মসূচি বন্ধ করতে হবে। এজন্য সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকেই বিশেষ ভূমিকা পালন করতে হবে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে দেশের লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, গণতান্ত্রিক পথ অবলম্বন করেই দেশে গণতন্ত্রের চর্চা করতে হবে। আইন করে সহিংস হরতাল কর্মসূচি বন্ধ করতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, চলতি বছরের ৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ২৪ দিনে পেট্রোল বোমা হামলা, আগুন ও সহিংসতায় নারী-শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭৬৯টি যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুরসহ ৫ দফায় রেলে নাশকতা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫