ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ত্রিশালে শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ত্রিশালে শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটক ৪

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

হরতাল সমর্থনে পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে স্থানীয় রায়মণী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।



আটকরা হলেন- স্থানীয় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল আখের, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও দুই শিবিরকর্মী আবু বক্কর সিদ্দিক, এনামুল।

আটকের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে হরতাল সমর্থনে পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেটও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।