ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
হরতাল সমর্থনে পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে স্থানীয় রায়মণী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- স্থানীয় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল আখের, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও দুই শিবিরকর্মী আবু বক্কর সিদ্দিক, এনামুল।
আটকের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে হরতাল সমর্থনে পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেটও উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫