ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সংকট উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাত প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সংকট উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাত প্রস্তাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যমান সহিংসতা ও জটিল রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের জন্য সাতটি প্র্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডের কমরেড মনি সিংহ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।



প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আন্দোলনের নামে গণপরিবহনে হামলা, পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার অপরাজনীতি বন্ধ করা। কৃষিপণ্যকে অবরোধের আওতামুক্ত রাখা প্রভৃতি।

একই সঙ্গে নির্বাচনকেন্দ্রীক সংকট সমাধানে এবং অবিলম্বে সরকারকে অর্থপূর্ণ ও কার্যকরী রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করারও প্রস্তাব দেয় দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় সদস্য আকবর খান, রাশেদা বেগম, শাহাদাত হোসেন খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।