ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ময়মনসিংহে ঢিলেঢালা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ময়মনসিংহে ঢিলেঢালাভাবে চলছে। হরতাল সমর্থনে শুধুমাত্র মিছিল ছাড়া আর কোনো কর্মকাণ্ড দেখা যায়নি জোট নেতাকর্মীদের।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের হরিকিশোর রায় সড়কে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে বিএনপি নেতাকর্মীরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে মিছিলটি নতুন বাজার পায়রা চত্বরে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, রতন আকন্দ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদলের নেতা জিএস মাহাবুব, শামসুল ইসলাম রাসেলসহ আরো অনেকে মিছিলে উপস্থিত ছিলেন।

এদিকে, হরতালে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্ট্যান্ড থেকে দ‍ূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, হরতাল চলাকালে ভালুকায় দু’জন, হালুয়াঘাটে একজন (বিএনপি নেতা) এবং কোতোয়ালিতে একজনকে (শিবিরকর্মী) আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।