ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগকে নাশকতা না করার আহ্বান ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ছাত্রলীগকে নাশকতা না করার আহ্বান ছাত্রদলের

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ২০ দলীয় জোটের কর্মসূচিতে ছাত্রলীগকে নাশকতা বন্ধ করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।



বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২০ দলীয় জোট যখন দেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, ঠিক সেই সময় লক্ষ করা যাচ্ছে, ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী যানবাহনে পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপসহ নানা নাশকতা করে ২০ দলীয় জোটের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা করছে।

তারা বলেন, তারা (ছাত্রলীগ) একদিকে চলমান আন্দোলনে নাশকতা করছে, অন্যদিকে সরকারের আজ্ঞাবহ কিছু গণমাধ্যম এবং পোষা বুদ্ধিজীবীদের দিয়ে সেই নাশকতার দায়ভার ২০ দলীয় জোটসহ ছাত্রদলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, গণমানুষের একাত্মতায় আন্দোলন যখন গতি পাচ্ছে, তখন ছাত্রলীগ নাশকতার মাত্রা দিন দিন বাড়িয়ে চলমান আন্দোলন থেকে জনগনকে বিচ্যুত করার অপচেষ্টা করছে। ছাত্রলীগকে সেই অপচেষ্টায় সর্বশক্তি দিয়ে সাহায্য করছে ছাত্রলীগের পোষ্য তথাকথিত গণজাগরণ মঞ্চ।

সরকার এবং ছাত্রলীগের লোকবল ও অর্থায়নে পরিচালিত তথাকথিত গণজাগরণ মঞ্চ এখন পুরোপুরি নগ্ন হয়ে ছাত্রলীগের শাখা সংগঠন হিসেবে কাজ করছে।

ছাত্রদল নেতারা আরো বলেন, ক্ষমতার লিপ্সা আওয়ামী সরকারকে কতটা নিচে নামিয়েছে, তা কল্পনা করাও মুশকিল। তারা অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিরোধী জোটের আন্দোলন-সংগ্রামকে সহিংসতার রূপ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

আওয়ামী সরকার ক্ষমতায় থাকার পরও পেট্রোল বোমা আর অস্ত্রসহ ছাত্রলীগ কর্মীদেরকে আটক করেছে পুলিশ। কিন্তু আশ্চর্যেয় বিষয় খুব দ্রুততার সঙ্গে তাদের ছেড়েও দেওয়া হয়। আবার দেখা যাচ্ছে, পুলিশের নাকের ডগায় নাশকতা করছে দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ ধরতে পারছে না। কিন্তু সেই নাশকতাকে কারণ দেখিয়ে খুব দ্রুত বিরোধীমতের লোকদের গ্রেফতার করা হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে।

ছাত্রদল নেতারা বলেন, জনগণ এখন বুঝে গেছে এসব নাশকতা ঘটানোর অন্যতম উদ্দেশ্য বিরোধীমতের নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেফতার করার অন্যতম কৌশল।

তারা আশা করেন, আওয়ামী লীগ তথা ছাত্রলীগ এই অপকৌশল থেকে নিজেদের সরিয়ে নেবে। বিরোধী আন্দোলন দমনে নাশকতা পরিহার করবে। অন্যথায়, তাদের দমন-পীড়নে ফুঁসে ওঠা ছাত্রসমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।