মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি দিলদার উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে নোওয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫