ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় নিহত ৭

বার্ন ইউনিটে আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বার্ন ইউনিটে আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে অবরোধকারীদের ছুড়া পেট্রোল বোমায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



এছাড়া একই দুর্ঘটনায় আহত হানিফ নামের একজনের বার্ন থাকায় তাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা সাতজন হলেন- শফিকুল ইসলাম (১৮), রাশেদুল ইসলাম (২০), মোহাম্মদ হানিফ (৩৭), জিলকত (১৯), ফারুক আহমেদ (২০), আরিফ শিকদার (২২) এবং শরীফ। এর মধ্যে শফিকুল ইসলাম এবং রাশেদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- রাশেদুল ও শহিদুল। রাশেদুলের শরীরের ৮০ ভাগ ও শফিকুলের ২৮ ভাগ পুড়ে গেছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১১টায় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অধ্যাপক আবুল কালাম বলেন, বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের মধ্যে যাদের শরীরের অবস্থা ভালো বা আশঙ্কাজনক নয় তাদের কুর্মিটোল‍া ও মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। দুই জায়গাতে পাঠানো অগ্নিদগ্ধদের দুইজন সিনিয়র অধ্যাপকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতাল দুটিতে ১০ শয্যা করে দুটি ইউনিট করা হবে। বার্ন ইউনিটে বোর্ড মিটিং করে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে জানান আবুল কালাম। তিনি বলেন, আমরা এ টাক‍া দিয়ে একটি বার্ন ট্যাঙ্ক কিনবো। এ পর্যন্ত ১১১ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সুস্থ অবস্থায় ৪৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বার্ন ইউনিটের মুখপাত্র অধ্যাপক সাজ্জাদ খন্দকার, বার্ন ইউনিটের সাবেক পরিচালক ডা. সামন্ত লাল সেন।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

** গভীররাতে বাসে পেট্রোল বোমা, বাবা-মেয়েসহ নিহত ৭
** দগ্ধ ২০ যাত্রী ঢাকা-কুমিল্লা-চৌদ্দগ্রাম হাসপাতালে‍
** রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৩
** বানিয়াচংয়ে ট্রাকে পেট্রোল বোমা, আটক ১
** মালিবাগে বাসে আগুন, শাহজাদপুরে ককটেল-মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।