রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনে থেকে একটি মিছিল বের হয়ে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে কোনো শিবির কর্মীকে আটক করতে না পারলেও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ক্লাস করতে আসা উদ্ভিববিজ্ঞান বিভাগের পাঁচ নবীন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনে থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করে শিবির কর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের কাছে গিয়ে শেষ হয়। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে থেকে ওই বিভাগে প্রথম দিনের ক্লাস করতে আসা পাঁচ নবীন শিক্ষার্থীকে আটক করে মতিহার থানায় নিয়ে যায় পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ক্যাম্পাসে শিবির কর্মীরা ঝটিকা মিছিল করার পর একটি ভবন থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযোগ না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫