ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

৫ ফেব্রুয়ারি সব যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
৫ ফেব্রুয়ারি সব যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াত শিবিরের সহিংসতা বন্ধ না হলে আগামী ৫ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ- সমাবেশে এ ঘোষণা দেন তিনি।



নৌমন্ত্রী বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়ে অবস্থান নেবে। দুপুর ১টা ১ মিনিটে সব ধরনের যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ করা হবে।

একই সঙ্গে ওইদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বাঁশি বাজাবেন।

এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিএমএ অডিটোরিয়ামে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের কনভেনশনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান শাজাহান খান।

৪ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।