ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদার পাশে এখন কেউ নেই, যে ক’জন আছেন তারা সন্ত্রাসী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধী প্রতিবাদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ হত্যা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে বিএনপিসহ ২০ দলীয় জোট। এ কারণেই তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
মায়া বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণ নেই। রাতের অন্ধকারে পেট্রোল বোমা মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে।
দেশের কোথাও কোনো হরতাল-অবরোধ নেই। জনগণ তাদের এই হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে, বলেন মায়া।
সম্মিলিত আওয়ামী সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আব্দুল হক সবুজের সভাপতিত্বে হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, মহানগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম প্রমুখ।
হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশে দলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫