গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ায় চালক ও হেলপারকে নামিয়ে ট্রাকে আগুন দিয়েছে হরতালকারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পলাশবাড়ী থেকে একটি খালি ট্রাক ঘোড়াঘাট যাচ্ছিল। পথে শিশুদহ-করতোয়াপাড়ায় একদল পিকেটার ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে দেয়। পরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫