কুমিল্লা: অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় নিহত সাতজনের মরদেহ পড়ে আছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গের বারান্দায়।
সাদা প্যাকেটে মোড়ানো মরদেহগুলোর মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।
নিহতদের মধ্যে নুরজ্জামান পবলু, তার মেয়ে তাসনিন, ওয়াসিম ও শান্তর পরিবারের সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। বাকিদের স্বজনরা দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় হাসপাতালে এসে পৌছায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই বাবা-মেয়েসহ সাত যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ২৪ জন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫