ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চৌদ্দগ্রামে পেট্রোল বোমা

নিহত ৭টি মরদেহ কুমেক মর্গের বারান্দায়

ইমতিয়াজ আহমেদ জিতু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নিহত ৭টি মরদেহ কুমেক মর্গের বারান্দায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় নিহত সাতজনের মরদেহ পড়ে আছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গের বারান্দায়।

সাদা প্যাকেটে মোড়ানো মরদেহগুলোর মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন-কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার কৃষক ইউসুফ (৫৫), যশোর জেলার পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) ও তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী মাইশা নাইমা তাসনিন (১৬), ঢাকার কাপ্তানবাজার এলাকার ওয়াসিম ও নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ গ্রামের শান্ত (১৬)।
 
নিহতদের মধ্যে নুরজ্জামান পবলু, তার মেয়ে তাসনিন,  ওয়াসিম ও শান্তর পরিবারের সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। বাকিদের স্বজনরা দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় হাসপাতালে  এসে পৌছায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই বাবা-মেয়েসহ সাত যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ২৪ জন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।