ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা- তারেকের বিচার বন্ধেই সংলাপ চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
খালেদা- তারেকের বিচার বন্ধেই সংলাপ চায় বিএনপি ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের জন্য নয়, সংলাপের মাধ্যমে বিএনপি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেকের বিচার বন্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  

মঙ্গলবার (ফেব্রুয়ারি ০৩’২০১৫) ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু প্রজন্মলীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।



কামরুল ইসলাম বলেন, নির্বাচনের জন্য বিএনপি সংলাপ চায় না। তাদের আসল উদ্দেশ্য পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপসনের মাধ্যমে দেশ চালানো। যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত এবং খালেদা ও তারেকের বিচার বন্ধ করাই তাদের সংলাপের মূল লক্ষ্য। বিএনপি যদি রাজনৈতিক চরিত্রে ফিরে আসে তবেই সংলাপ হতে পারে।

তিনি আরও বলেন, আজ বিএনপি-জামায়াত যে সহিংসতা চালাচ্ছে তাতে কোন বিবেকবান মানুষ ঘরে বসে থাকতে পারে না। অথচ কিছু ‘জ্ঞানপাপী’ বুদ্ধিজীবীরা টকশোতে সংলাপের কথা বলছেন। তাদের উচিত আগে সহিংসতা বন্ধের কথা বলা। কিন্তু উনারা তা না করে, বিএনপি ও জামায়াতকে রক্ষা করতে সংলাপের কথা বলেন।

 ‘জ্ঞানপাপী’ বুদ্ধিজীবীদের সমাজের জন্য ক্যান্সার বলে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আপনারা বার্ন ইউনিটে যান, দেখে আসুন পোড়া মানুষের আর্ত-চিৎকার। তাহলে  সহিংসতা বন্ধের কথা না বলে, সংলাপের কথা বলবেন না।

মন্ত্রী আরও বলেন, জামায়াতের পেটের মধ্যে ঢুকে গেছে বিএনপি। তাদের নিয়ন্ত্রণ এখন জামায়াতের হাতে। যাদের সংযোগ রয়েছে জঙ্গীদের সঙ্গে। তারেক রহমানের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে এবং তিনি লন্ডনে বসে সহিংসতার নির্দেশ দিচ্ছেন।  

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মদের সভাপতিত্বে সেমিনারে মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য  সুজিত রায় নন্দী, খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।