খুলনা: বুধবার(৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা হতে শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত খুলনা মহানগর ও জেলার ৯ উপজেলায় ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি’২০১৫) দুপুরে খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন ও খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ হরতালের আহবান করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীকে গ্রেফতার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাবেক ছাত্রদল নেতা ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আমির এজাজ খান, মাসুদ পারভেজ বাবু, খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের বর্তমান সভাপতিদ্বয় মোঃ আরিফুজ্জামান আরিফ ও কামরান হাসান এবং সাধারণ সম্পাদকদ্বয় এস এম কামাল হোসেন ও এবাদুল হক রুবায়েদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একের পর এক মামলা দায়েরের প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।
ইমেলে পাঠানো এ বিজ্ঞপ্তিতে স্থানীয়ভাবে ঘোষিত এই হরতাল কর্মসূচি সফল করার জন্য সকল ওয়ার্ড, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদেরকে প্রতি আহবান জানানো হয়।
বাংলাদশে সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫