ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানুকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার (৪র ফেব্রুয়ারি) বুধবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
জাগপার দফতর সম্পাদক হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খান, জাগপা মজদুর লীগ আহবায়ক শেখ জামালউদ্দিন, যুব জাগপার সভাপতি ইনসান আলম আক্কাছ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিকদার, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজিব এক যৌথ বিবৃতিতে হরতালের কর্মসূচি সফল করে তুলতে নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫