ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে কোচিং সেন্টার থেকে ৩৯ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
গাজীপুরে কোচিং সেন্টার থেকে ৩৯ শিবিরকর্মী আটক

গাজীপুর: মহানগরের ভুরুলিয়া এলাকায় ‘অপটিন’ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৩৯ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।



মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় ওই অভিযান শুরু হয়। যা চলে রাত ৮টা পর্যন্ত।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুনর রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবিরকর্মীদের আটক করা হয়েছে।

তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানা যায়।

থানা সূত্র জানায়, রাত সাড়ে ৮টা থেকে জয়দেবপুর থানায় আটক শিবির সদস্যদের রাখা হয়েছে। আটক হওয়াদের মধ্যে রয়েছেন- মফিজুল ইসলাম, তানভীর হোসেন, হাবিবুর রহমান, আল মামুন, সোহেল মিয়া, শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, জান্নাতুল হৃদয়, আনিসুর রহমান, আমজাদ হোসেন ও তরিকুল ইসলাম। বাকিদের নাম জানা যায়নি। তবে প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫, আপডেট ২১৪৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।