দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে একটি যাত্রীবাহী বাসে আগুন ও তিনটি ট্রাক ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। এসব ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাণীরবন্দর এলাকায় এসব ঘটনা ঘটে। পরে, বিকেল ৩টার দিকে দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন এসব ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়, সকালে রাণীরবন্দর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, বাসের একজন যাত্রী দগ্ধ হয়েছে।
এদিকে, সকালে তিনটি ট্রাক ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। এ সময় দুইজন আহত হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা পৃথক এসব ঘটনা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫