ঢাকা: মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর মোড়ে পর পর দশটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে রোববার থেকে শুরু হওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের সময়সীমা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিলো ৩৬ ঘণ্টার ওই হরতালের। তবে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে ২০ দলীয় জোটের পক্ষে হরতালের সময় সীমা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
এই হরতালকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫