ঢাকা: গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমকে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জোট নেত্রী খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ওই এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাকে ফিরিয়ে দেন।
উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫।