রংপুর: রংপুরে হরতাল ও অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরের বেতপট্টি মোড় এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সম্পাদক ফখরুল হাসান লিউ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান রনি।
সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সর্দার, নুর আলম, জিন্নাত হোসেন লাভলু, যূগ্ম সম্পাদক শেরে জাহান সাওন, সোহেল রানা সনি, মোবাশ্বের আহম্মেদ, কারমাইকেল কলেজ ছাত্র লীগের সভাপতি রাফিউর রহমান রাফী প্রমুখ বক্তব্য দেন।
এর আগে জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫