কুমিল্লা: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন মানুষ খুন করে ক্ষমতায় যাওয়া যায় না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনি হত্যাকাণ্ড চালিয়ে ক্ষমতায় যেতে পারবেন না। পুড়ে যাওয়া মানুষের আর্তনাদ নিজ চোখে দেখে যান। এসব রাজনীতি নয়। হত্যা-নৈরাজ্য করে দেশকে পাকিস্তান বানাবেন না।
মন্ত্রী বলেন, যারা দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, পতাকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করে, গাড়িতে আগুন লাগিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে তারা নৈরাজ্যবাদী ও লুণ্ঠনকারী। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে মাঠে থেকে প্রতিহত করতে হবে। এরা পাকিস্তানের দালাল। তারা দেশের মানুষের শান্তি চায় না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী, হাইওয়ে পুলিশের ডিজি, র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের এরিয়া কমান্ডার শিবলী আহমেদ, আনসারের এরিয়া কমান্ডারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫