ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনগণকে নিয়েই খালেদাকে গ্রেফতার করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
‘জনগণকে নিয়েই খালেদাকে গ্রেফতার করা হবে’ রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘খুনি’ আখ্যা দিয়ে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘সময় মতো জনগণকে সঙ্গে নিয়েই খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে। ’

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।



রেলপথ মন্ত্রী বলেন, খালেদা জিয়া খুনি। তিনি তার দোসর জামায়াত-শিবিরকে নিয়ে গাড়িতে পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষকে পোড়াচ্ছেন। তার (খালেদা) নির্বাচনে না যাওয়া রাজনৈতিক ভুলের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সাংবাদিকদের এক প্রশ্নের জেবাবে তিনি বলেন,‘নির্বাচনে না গিয়ে সাধারণ মানুষকে পোড়ানো হচ্ছে। জনগণকে সঙ্গে সময় মতো খালেদাকে গ্রেফতার করা হবে। ’

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত বাসে পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে যান মুজিবুল হক। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।