ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী ইজিবাইকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় কয়েকজন যুবক মুখবাঁধা অবস্থায় ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে একটি ইজিবাইকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আবারো ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে ঈশ্বরদী থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, এ ঘটনার পরপরই ছাত্রলীগ শহরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের করে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫