ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
না’গঞ্জে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা, আহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনায় চারজন পথচারী আহত হয়েছেন।



মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ দেওভোগ ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিআইটি এলাকায় ২টি হাত বোমার বিস্ফোরণ ঘটে। তখন থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করলে ঘটনাস্থলে আসেন পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওভোগ এলাকাতে টহলরত পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা। তবে লক্ষচ্যুত হয়ে চারজন পথচারী আহত হন।

আহতরা হলেন- নার্গিস, নুরুল ইসলাম, রবিন ও করিম। তাদের মধ্যে নার্গিস ডিম বিক্রেতা মোক্তারের স্ত্রী। নুরুল ইসলাম কাচা তরকারি বিক্রেতা। আর রবিন ও করিম হলো স্থানীয় একটি ডেকোরেটেরর শ্রমিক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বাংলানিউজকে জানান, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়েছে।

এরআগে, বিকেল সাড়ে ৩টার দিকে ডিআইটি বাণিজ্যিক এলাকায় ২টি হাতবোমার বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

** রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।