ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমায় নিহত ৭

অপরাজনীতির শিকার মেধাবী ছাত্রী মাইশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
অপরাজনীতির শিকার মেধাবী ছাত্রী মাইশা পেট্রোল বোমায় নিহত পপলু, মেয়ে মাইশা ও স্ত্রী মাহফুজা (অগ্নিদগ্ধ)

যশোর: যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী মাইশা নাইমা তাসনিন। মাইশার মাস দুয়েক আগের বায়না পূরণে স্ত্রী মাহফুজা বেগম মিতাসহ মেয়ে মাইশাকে নিয়ে কক্সবাজার যান নূরুজ্জামান পপলু।

 
 
২৯ জানুয়ারি যশোর থেকে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) তাদের বাড়ি ফিরে আসার কথা ছিলো। তারা ফিরেও এসেছেন। তবে জীবিত নয়, মৃত।  
 
চলমান অপরাজনীতির নির্মম শিকার হয়েছেন বাবা পপলু ও মেয়ে মাইশা। তারা পেট্রোল বোমার লেলিহান শিখায় দগ্ধ হয়ে চলে গেছেন না ফেরার দেশে।  
 
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় নিহতদের লাশের মিছিলে তারাও রয়েছেন। আহত হয়েছেন পপলুর স্ত্রী মাহফুজা বেগম মিতা। মঙ্গলবার ভোরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
 
নিহত মাইশা নাইমা তাসনিন (বাঁ থেকে তৃতীয়)

মঙ্গলবার সকালে পপলু ও তার মেয়ের মৃত্যুর খবর যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে গোটা এলাকা ভারি হয়ে ওঠে। নিহতের স্বজনরা পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা এ পুড়িয়ে মারার ঘৃণ্য রাজনীতির অবসান চেয়েছেন। দাবি করেছেন, আর যেন কাউকে অপরাজনীতির শিকার হয়ে এভাবে অকালে চলে যেতে না হয়।
 
নিহত পপলুর ভাই ও মাইশার চাচা কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বার্ষিক পরীক্ষা শেষ করেই ভাইজি (মাইশা) নূরুজ্জামান পপলুর কাছে বায়না ধরে বেড়াতে যাবে। মেয়ের বায়না পূরণে তারা কক্সবাজার যান। কিন্তু অপরাজনীতির শিকার হয়ে আমরা আমাদের পরিবারের দুই সদস্যকে হারালাম।   
 
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় আইকন পরিবহনের বাসে সাতজন নিহত ও ২৬ জন অগ্নিদগ্ধ হন।  
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫    

** হামলাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
** বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন
** নিহতদের পরিবারকে ১০, আহতদের ৫ হাজার টাকা সহায়তা
** ভাইকে খুঁজতে এসে দগ্ধ আরিফ
** ভাগিনা পুড়ে কয়লা, বোন কোথায় জানিনা
** সৌদি যেতে পারবো তো!

** দগ্ধ শফিকুলের সংসার চালাবে কে?
** মণিরামপুরে পেট্রোল বোমা নিক্ষেপকালে ট্রাকচাপায় নিহত ২
** ‘আপা! ফ্লাইট তো দুপুরে, আমার পাসপোর্ট কই’
**  নিহত ৭টি মরদেহ কুমেক মর্গের বারান্দায়
** বার্ন ইউনিটে আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক
** গভীররাতে বাসে পেট্রোল বোমা, বাবা-মেয়েসহ নিহত ৭
** দগ্ধ ২০ যাত্রী ঢাকা-কুমিল্লা-চৌদ্দগ্রাম হাসপাতালে‍
** রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৩
** বানিয়াচংয়ে ট্রাকে পেট্রোল বোমা, আটক ১
** মালিবাগে বাসে আগুন, শাহজাদপুরে ককটেল-মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।