ঢাকা: এসএসসি পরীক্ষার সময়সূচির মধ্যে ২০ দলীয় জোটের ডাকা হরতালের তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতির পক্ষ থেকে সভাপতি শেখ কবির হোসেন এ নিন্দা জানান।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির জনসংযোগ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা হরতাল-অবরোধের কারণে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন এবং উচ্চ শিক্ষা হুমকির মুখে।
এতে বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে উচ্চ শিক্ষার প্রয়োজন। দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রায় ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। যাদের কোনো রকম সেশন জট ছিল না।
রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের শুরু থেকে বিএনপিসহ ২০ জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের কারণে বিপাকে পড়েছে এসএসসি শিক্ষার্থীরা। গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আর এ সময় লাগাতার হরতাল ও অবরোধ দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যখন শিক্ষার্থীদের আনন্দ নিয়ে পরীক্ষার হলে যাওয়ার কথা, তখন তারা পরীক্ষার হলে পৌঁছাতে পারবে কি না এবং পৌঁছালে বাড়ি ফিরতে পারবে কিনা এই নিয়ে হতাশাগ্রস্ত। পরীক্ষা কবে শুরু হবে আর কবে শেষ হবে তার কোনো সময়সীমা পরীক্ষার্থীদের জানা নেই।
শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের অনীহা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের এই শিশু-কিশোরই আগামী দিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে। অথচ রাজনীতির নামে নিরীহ লোক ও ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি আজ উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী কিশোররাও মানসিকভাবে বিপর্যস্ত। দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অনীহা সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘস্থায়ী ফলাফল স্বরূপ আগামী দিনে দেশে উচ্চ শিক্ষার ব্যাঘাত ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫