ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর নতুনবাজারে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রাজধানীর নতুনবাজারে যাত্রীবাহী বাসে আগুন ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল বর্ধিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘোষণার পর রাজধানীতে আরও একটি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নতুনবাজার বাশতলায় অনাবিল পরিবহনের যাত্রীবাহী ওই বাসে আগুন দেয় তারা।



এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে- বারিধরা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল বর্ধিত করার পর বিকেল থেকে ৩টি বাসে আগুন দেওয়া হলো। এরমধ্যে- রাজধানীর গাবতলী, তেজগাঁও নাবিস্ক ও নতুনবাজার এলাকা।

উল্লেখ্য, গত রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়। এরপর মঙ্গলবার দুপুরে হরতালের সময়সীমা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়। মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া, গত মাসের (জানুয়ারি) ৫ তারিখ থেকে লাগাতার অবরোধ চলছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।