শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে ২০ দলের ব্যানারে জামায়াত-শিবির শো-ডাউনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও মাঠে তাদের শক্ত অবস্থান জানান দিল। পুলিশের উপস্থিতিতে প্রায় ৬ হাজারের অধিক নেতাকর্মী এ শো-ডাউনে অংশ নেন।
দেশব্যাপী ২০ দলীয়জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে জোটের ব্যানারে জামায়াতের উদ্যোগে এ শো-ডাউনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ পর্যন্ত শান্তিপুর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
এদিকে, জোটের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচিতে ২০ দলের প্রধান শরীক বিএনপির নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই শো-ডাউনে বিএনপির নেতাকর্মীদের দেখা মেলেনি।
সকাল ১১টার দিকে শহরের হামছায়াপুর এলাকা থেকে ২০দলের ব্যানার নিয়ে জামায়াত-শিবির শো-ডাউন নিয়ে তাদের কর্মসূচি সফল করাসহ সরকার বিরোধী নানা স্লোগান দিতে দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে শহরের বাসস্ট্যান্ডের দিকে যাত্রা শুরু করে।
পরে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে না আসায় অনেকটা হতাশা নিয়েই জামায়াত-শিবির শো-ডাউন নিয়ে শহরের হাসপাতাল রোড এলাকা থেকে হামছায়াপুর এলাকায় ফিরে যায় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির মানছুরুর রহমান, জামায়াত নেতা আফছার উদ্দিন আহমেদ, রেজাউল করিম বাবলু, কাজী আবুল কালাম আজাদ, নাজমুল হক, আব্দুল হক, শিবির নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম, মাসুদ রানা, শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫