সাভার(ঢাকা): নবীনগর-চন্দ্রা মহাসড়কে পল্লীবিদ্যুৎ ও পলাশবাড়ি এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পল্লীবিদ্যুৎ ও পলাশবাড়ী এলাকায় ৩টি যাত্রীবাহী বাসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় তারা মোটরসাইকেল থেকেই চলন্ত পলাশ পরিবহনের একটি বাসে ককটেল নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
তবে, চলন্ত মোটরসাইকেল থেকে এক দুর্বৃত্ত পড়ে গেলে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫